স্টাফ রিপোর্টার:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতনে ৩’শত গাছের চারা লাগানো হয়েছে। মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ প্রতিপাদ্য ধারণ করে রবিবার (১৯ জুলাই) সকালে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতনে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র দাস, জকিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক বিদ্যানিকেতনের সদস্য আব্দুল আহাদ মেম্বার, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক, বিদ্যানিকেতনের শিক্ষানুরাগী সদস্য মোস্তাফিজুর রহমান, বিদ্যানিকেতনের সদস্য আতিকুর রহমান ও আজমল হুসেন প্রমূখ।
উদ্বোধনকালে আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটির সদস্যরা বলেন, জলবায়ূর পরিবর্তন রোধে সামাজিক বনায়নের কোনো বিকল্প নেই।মানুষের জীবন বাঁচাতে বৃক্ষের গুরুত্ব অনেক। প্রধানমন্ত্রীর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কাজেই আমরা সবাই এ বর্ষায় গাছ রোপন করে দেশকে আরো প্রাকৃতিকবন্ধন হিসাবে গড়ে তুলতে চাই।
বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র দাস বলেন, মুজিববর্ষ উপলক্ষে আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতনে নানা ইতিবাচক উদ্যোগ নেয়া হয়েছে। এরমধ্যে অনেক কিছু আমরা বাস্তবায়ন করেছি। মুজিববর্ষ উপলক্ষে আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতনে ৩’শ বিভিন্ন জাতের বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়া হয়েছে। এবং রোপণ সম্পন্ন করা হয়েছে। করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দা দূর করতে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামূখি উদ্যেগ নিয়েছে। এরই অংশ হিসেবে সারা দেশে ১ কোটি বৃক্ষরোপন করা হচ্ছে।