স্টাফ রিপোর্টার:: সিলেটের জকিগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত (১৫ জুলাই) বুধবার সন্ধ্যা ৬:২০ মিনিটের সময় পৌর এলাকার পীরেরচক গ্রামে মাদক বিরোধী অভিযানে চালিয়ে এসআই আমীরুল শিকদার ও এএসআই কানন কুমার দেব উপজেলার পৌর এলাকার পীরেরচক গ্রামের মৃত রকিব আলী ছেলে বকুল আহমদ (৩২) ও বিয়ানীবাজার উপজেলার বৈরাগীর বাজার আরিজ কাটিলা গ্রামের মৃত ওয়াতির আলী ছেলে মোঃ বাবার হোসেন কে ১শত গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার ভোর ৪:২০ মিনিটের সময় উপজেলার খলাছড়া ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে এসআই শাহীনুর রাহমান, এএসআই তাজুল ইসলাম ও কানন কুমার দেব মাদক বিরোধী অভিযানে চালিয়ে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের আঙ্গাজুর গ্রামের ওয়াতির আলীর ছেলে জাহির উদ্দিন উর্ফে জহির (৩৫), জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমল গ্রামের মোঃ নূর উদ্দিনের ছেলে ফারুক আহমদ (৩৫) ও মৃত আব্দুল মুক্তাদিরের ছেলে আব্দুল হাসিব (৪৬) কে ১১শ পিস ইয়াবাসহ গ্রপ্তার করা হয়। যার মূল্য অনুমান ৩ লক্ষ ৩০ হাজার টাকা বলে জানা যায়।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের জানান, সিলেটের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মহোদয়ের সার্বিক পরিকল্পনায় ও জকিগঞ্জ সার্কেল মহোদয়ের তত্বাবধানে আমার নেতৃত্বে উপজেলার খলাছড়া ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে থানার এসআই আমীরুল শিকদার ও এএসআই কানন কুমার দেব ১শত গ্রাম গাঁজাসহ দুই জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার এসআই শাহীনুর রাহমান, এএসআই তাজুল ইসলাম ও কানন কুমার দেব, খলাছড়া ইউনিয়নে পশ্চিম লোহারমল গ্রামে মাদক বিরোধী অভিযানে পরিচালনা করে ১১০০ পিস ইয়াবা (মূল্য অনুমান ৩ লক্ষ ৩০ হাজার টাকা) সহ ৩ জন কে আটক করা হয়েছে। আটককৃদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
আরো বলেন, আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সেই নির্দেশনা ও দৃঢ় প্রত্যয়ী মনোভাব নিয়ে মাদক, জুয়া, চোরাচালান প্রতিরোধসহ জকিগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদা সর্বদা জাগ্রত।