জকিগঞ্জ প্রতিনিধি:: জকিগঞ্জে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে চার জোয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার আটগ্রাম বাসস্ট্যান্ড বাজার থেকে তাদের আটক করা হয়।
সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র মো. লুৎফর রহমান প্রভাত আলোকে জানান রোববার (১২ জুলাই) রাত ৮টার দিকে জকিগঞ্জ থানার কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাসস্ট্যান্ড বাজারে অভিযান চালায় পুলিশ। এসময় তারেক আহমদ নামক একজনের ওয়ার্কশপে জুয়া খেলারত অবস্থায় চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- জকিগঞ্জ থানার উত্তর বালিঙ্গা গ্রামের নিজার আলীর ছেলে বিলাল আহমদ (৩০), চারিগ্রামের মৃত আব্দুল করিমের ছেলে তারেক আহমদ (২২), মইরতল গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে আব্দুস সালাম (৩২) ও গুচ্ছগ্রামের মৃত জমির আলীর ছেলে নিজাম উদ্দিন (৫০)।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৯ (১২-০৭-২০২০)।